Ind Vs Ban: “ক্রিকেট সায়েন্টিস্ট!”, অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার

নিউজ ডেস্ক: মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের জেতা ম্যাচ ভারতের পকেটে পুড়েছিল অশ্বিন-আইয়ার জুটি। এর পর থেকেই প্রাক্তন ক্রিকেটার, সতীর্থ ও ক্রিকেট প্রেমীদের প্রশংসায় ভেসে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে দল যতবার বিপদে পড়েছে, ততবারই বল-ব্যাট হাতে দলকে টেনে তুলেছেন অশ্বিন। এবারেও ঠিক তাই অষ্টম উইকেটে অপরাজিত ৪২ রান। শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ টুইটারে অশ্বিনকে ভারতীয় ক্রিকেটের ‘বিজ্ঞানী’ বলে প্রশংসায় ভাসিয়েছেন। একটি মিমও শেয়ার করেন। যা ইতিমধ্যেই ভাইরাল।

এক কোথায় দুরন্ত পারফর্মেন্স। বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। এরপর অষ্টম উইকেটে ব্যাট হাতে তাঁর অনবদ্য ইনিংস। ল্যাবে বিজ্ঞানী অশ্বিন গবেষণায় রত, এমনই এক ছবি শেয়ার করে বীরু লিখেছেন, `বিজ্ঞানী করে দেখালেন। অশ্বিনের দারুণ ইনিংস। শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁর জুটিও দারুণ।’ অষ্টম উইকেটে আইয়ার ও অশ্বিনের ৭১ রানের বড় পার্টনারশিপ। অন্যদিকে সীমিত ওভারের স্পেশালিস্ট ব্যাটার, ‘ভারতীয় এবি ডিভিলিয়ার্স’ সূর্যকুমার যাদব লিখলেন, ‘চাপের মুখে ক্লাস পারফরম্যান্স। কুর্নিশ তোমায়।’

ম্যাচে জিতে অশ্বিন বলেন, “ ম্যাচটা যে কোনও দল জিততে পারত। বাংলাদেশ অসাধাণ খেলেছে। আমার পার্টনার শ্রেয়সও দারুণ খেলেছে। আমরা জয় ছিনিয়ে নিয়েছি। উইকেট মন্থর হলেও ভালো ছিল নিজেদের উপর আস্থা রেখেছিলাম তাই জিতেছি।”