ইউ এন লাইভ নিউজ: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত আই লিগ ৩ মূলপর্বে অংশ নেবে ডায়মন্ড হারবার এফসি। তাই ২৫ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ও ২৮ সেপ্টেম্বর, মহামেডানের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের ম্যাচ দু’টি আপাতত বাতিল করল আইএফএ। এই দুই ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, সেটা পরে জানানো হবে। আজ আইএফএ-র পক্ষ থেকে উক্ত তিন ক্লাবকেই চিঠি দিয়ে এই বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৬ সেপ্টেম্বর, নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে, অসমের কার্বি আংলং মর্নিং স্টারের বিরুদ্ধে মূল পর্বে অভিযান শুরু করছে ডায়মন্ড হারবার এফসি।
বুধবার ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার ম্যাচ ছিল। এককথায় খেতাবি লড়াই। সেদিন জিতলেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হল। ২৮ সেপ্টেম্বর মহমেডান স্পোর্টিং-ডায়মন্ড হারবার ম্যাচও পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, আই লিগ থ্রির চূড়ান্ত পর্বে খেলছে ডায়মন্ড হারবার। তাঁদের প্রস্তুতির যথাযত সময় দেওয়ায় জন্যই কলকাতা লিগের দুটো ম্যাচ পিছিয়ে দেওয়া হল। সেইসাথে এও জানানো হয়, আই লিগের সূচির মধ্যেই ডায়মন্ড হারবারের ঘরোয়া লিগের খেলা পড়ে গিয়েছিল। তাই ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হয় আইএফএ। কবে আবার এই ম্যাচ দুটি হবে সেই তারিখ পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তবে পরিস্থিতি যা তাতে পুজোর আগে কলকাতা লিগ শেষ হওয়ার সম্ভাবনা কম।
Leave a Reply