কামারহাটিতে বিস্ফোরণ, গুরুতর জখম দুই, ভর্তি সাগর দত্ত মেডিক্যাল কলেজ

নিউজ ডেস্ক : মঙ্গলবার সকালে কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় দু-জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে অবৈজ্ঞানিক ভাবে অটোতে গ্যাস ভরা হচ্ছিল। সেই সময় হঠাৎই ওই দোকানে বিস্ফোরণ ঘটে। গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ এতটাই তীব্র ছিল যে প্রথমে মনে করা হয়েছিল বোমা বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে অবৈধ এই গ্যাস ব্যবসার বিষয়টি প্রকাশ্যে আসে। গ্যাস রিফিলিং-এর দোকানেই এই বিস্ফোরণ হয় তাও স্পষ্ট হয়।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট, জানেনই না বার অ্যাসোসিয়েশনের সভাপতি

এলাকাবাসীর অভিযোগ, কামারহাটি  অঞ্চলের রাস্তায় যে সিএনজি অটো চলে তার সিংহভাগ অটোচালক অবৈধ কাটা গ্যাস সেন্টারে গিয়ে অটোতে জ্বালানি ভরে। মঙ্গলবার কামারহাটির মসজিদ পাড়ায় সেই রকমই একটি অটোতে জ্বালানি ভরা হচ্ছিল। তখন আচমকাই সেই সিলিন্ডারটি ফেটে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দোকানের দুই কর্মচারী। তাঁদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

About Somnath Adak

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *