Student Carrying Weapons

Student Carrying Weapons: মুর্শিদাবাদের স্কুলে বন্দুক নিয়ে প্রবেশ দুই পড়ুয়ার! আটক করল পুলিশ

ইউ এন লাইভ নিউজ: মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার আন্দুলবেড়িয়া হাইস্কুলে বন্দুক নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ল নবম শ্রেণির এক ছাত্র। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে। বন্দুকটি আসল না নকল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে শিক্ষকদের একাংশের প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে, বন্দুকটি একনলা বলেই মনে হয়েছে। শনিবার সকালে রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন দুইজন ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় তাদের সহপাঠীরা। দুই ছাত্র তাদের সহপাঠীদের ওই বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। শিক্ষকদের কানে খবরটি পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। ওই দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি নিয়ে নেওয়া হয় এবং তাদের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে স্কুলে পৌঁছন ওই ছাত্রের বাবা এবং রেজিনগর থানার পুলিশও। পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রকে আটক করেছে।

আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘‘পড়ুয়াদের কাছ থেকে খবর পাই যে, ওর কাছে একটি দেশি বন্দুক আছে। আমরা কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ দু’জনকে আটক করেছে। বন্দুক কোথা থেকে এল, কী ভাবে এল, তা তদন্তকারীরা খতিয়ে দেখবেন।’’ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বন্দুকটি পরিবারের এক সদস্যের কাছ থেকে তারা চেয়ে এনেছিল। সহপাঠীদের ভয় দেখানোর জন্য বন্দুক ব্যবহার করার পরিকল্পনা করেছিল বলেও জানা গেছে। অপ্রাপ্ত বয়স্ক পড়ুয়ার কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে পুলিশ।