নিউজ ডেস্ক : শিয়ালদহ রেল স্টেশনের কারশেডের কাছে ধাক্কা খেল দুটি ট্রেন। ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল,অন্যদিকে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল রানাঘাট লোকাল। হঠাৎই কাছাকাছি চলে আসে ট্রেন দুটি, তারপরই ঘটে এই দুর্ঘটনা।
বুধবার বেলা ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে আসা ট্রেনটি ফাঁকা থাকলেও, রানাঘাট লোকাল কিন্তু ছিল ভিড়ে ঠাসা। সম্ভবত সিগন্যালের গন্ডগোলের জন্যই হয়েছে এই দুর্ঘটনা। কিন্তু স্বস্তির বিষয় যে এতে বড়ো কোনও বিপদ ঘটেনি।
আরও পড়ুন : দীর্ঘ রোগভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়
শিয়ালদহ ডিআরএম অফিস পেরিয়ে খালি ট্রেনটি ধাক্কা মারে রানাঘাট লোকালকে। জোরালো নয়। ঘেঁষে বেরিয়ে যায় ট্রেনটা। আহত হননি কেউ। ক্ষতি হয়নি ট্রেনেরও। এরপরই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় যদি কোনও মানুষের ভুল থাকে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক ভাবে রেলের ধারনা সিগন্যালের বিভ্রান্তির জন্যই ঘটেছে এই ঘটনা। এই বিষয় রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, “এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত হননি। কী ভাবে এই ঘটনা ঘটেছে তা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে তার রিপোর্ট জমা দেওয়াহবে।”
আরও পড়ুন : তাপমাত্রা ঊর্ধ্বমুখী, চিন্তায় বঙ্গবাসী কবে আসবে শীত?
Leave a Reply