ED

Ration scam: রেশন কেলেঙ্কারি মামলায় গ্রেফতার দুই তৃণমূল নেতা, ১৪ ঘন্টা জেরার পর সিদ্ধান্ত

ইউ এন লাইভ নিউজ: রেশন বন্টন কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল নেতাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। ইডি তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিস উর রহমান ও তার বড় ভাইকে গ্রেফতার করেছে ইডি। এর আগে কলকাতা অফিসে তাঁকে প্রায় ১৪ ঘন্টা জেরা করে তদন্তকারী সংস্থা।

তদন্তকারী সংস্থা জানিয়েছে যে রহমান এবং তার ভাইকে রেশন বিতরণ কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর তাকে আদালতে হাজির করা হবে। রহমান রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আধিকারিক বলেছেন যে ইডি আধিকারিকরা শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য অফিসে হাজির হওয়ার জন্য রাইস মিল মালিক এবং প্রাক্তন মন্ত্রীর আরেক ঘনিষ্ঠ সহযোগী বারিক বিশ্বাসকে সমন জারি করেছেন। তিনি বলেছেন যে মঙ্গলবার বিশ্বাসের বাসভবন এবং রাইস মিলে অভিযানের সময়, ইডি ৪০ লক্ষ টাকার বেশি নগদ এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পত্তিতে বিনিয়োগ সম্পর্কিত কিছু নথি বাজেয়াপ্ত করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রেশন বন্টন কেলেঙ্কারির মামলায় তৃণমূল নেতা শাহজাহান শেখকেও গ্রেফতার করেছিল ইডি। মামলার তদন্তে শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালাতে পৌঁছেছিল ইডি দল। দলটি সেখানে পৌঁছালে শাহজাহানকে পাওয়া না গেলেও ওই বাড়ির সামনে কেন্দ্রীয় আধিকারিকদের বিরোধিতা করে মারধর করা হয়। ইডি টিমের ওপর হামলা চালায় শাহজাহানের সমর্থকরা। হামলায় তিন ইডি অফিসার আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।