নিউজ ডেস্ক: বন্ধ হয়ে যাওয়া পাঁচটি বিষয় ফের পড়ানো শুরু হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বন্ধ হয়ে যাওয়া বিষয় গুলির মধ্যে ছিল ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবি়জ্ঞান। ইউজিসির নির্দেশে বন্ধ হয়েছিল এই পাঁচ বিষয়ের দূরশিক্ষার পঠনপাঠন। ২০২২ সালের শিক্ষাবর্ষে ইউজিসির নির্দেশে চালু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া বিষয় গুলির দূরশিক্ষার পঠনপাঠন।
মোট ১১ টি বিষয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার পঠনপাঠন হত। দুবছর আগে, রবীন্দ্রভারতীতে ছিলনা প্রয়োজনীয় শিক্ষক। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের(ইউজিসি) নিয়মানুযায়ী, দূরশিক্ষার কোর্সের জন্য প্রতিটি বিষয় অন্তত দুজন শিক্ষক প্রয়োজন। কিন্তু ২০১৯ এ কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়েছিলেন একাধিক শিক্ষক। তারপর ২০২০ তে করোনা অতিমারির জন্য, নতুন করে শিক্ষক নিয়োগ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কেন্দ্রের সেরা দশের তালিকায় জায়গা করে নিল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ
কিন্তু, নতুন করে শিক্ষক নিয়োগ করার পর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসিকে আবেদন করে। আবেদনে জানানো হয়, ওই ৫ বিষয় বন্ধ কোর্স পুনরায় শুরু করার জন্য। আবেদনে সাড়া দিয়ে ইউজিসি জানায়, ওই বিষয়গুলির পঠন পাঠন ফের চালু করতে পারবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, “আজই আমরা পঠনপাঠন চালুর বিষয়ে ইউজিসির চিঠি পেয়েছি। দ্রুতই দূরশিক্ষা বিভাগে ওই পাঁচটি বিষয়ের পঠনপাঠন শুরু হবে।” গত দুবছরের শিক্ষাবর্ষে ওই পাঁচটি বিষয়ের পঠন পাঠন বন্ধ থাকায় অসুবিধেতে পড়েছিলেন ইচ্ছুক ছাত্র ছাত্রীরা। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফের দূরশিক্ষার বন্ধ হয়ে যাওয়া বিষয়গুলি চালু হওয়ার খবরে আশাবাদী তারা। আশাবাদী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
আরও পড়ুন: সারা জীবনের সঞ্চয়, হাসিমুখে দান করলেন হাসপাতালকে ! জানেন ইনি কে
Leave a Reply