সামরিক মেডেল পেলেন মার্কিন প্রেসিডেন্ট, কেন জানেন?

নিউজ ডেস্ক : প্রায় দশ মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ অব্যাহত। পুতিনের সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে লড়াই চালিয়ে যেতে দরাজহস্তে সাহায্য করে চলেছে আমেরিকা। এই যুদ্ধের পরিস্থিতিতেই আরও একধাপ এগোলো আমেরিকা ও ইউক্রেনের বন্ধুত্ব। যুদ্ধের মাঝেই প্রথমবার আমেরিকা সফরে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছেন এক চমকপ্রদ উপহারও।

আমেরিকা সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই জো বাইডেনের হাতে তুলে দিয়েছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন এক সেনার সামরিক মেডেল। উপহার পেয়ে উচ্ছ্বসিত আমেরিকার প্রেসিডেন্টও। জো বাইডেনও, ইউক্রেনীয় ওই সেনাকে আমেরিকার পক্ষ থেকে ‘কম্যান্ড কয়েন’ উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বৈঠকের পর আমেরিকার প্রেসিডেন্ট ও সকল নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আমেরিকায় আসা তাঁর কাছে সম্মানের বিষয়। ইউক্রেনকে যেভাবে সহায়তা করছে আমেরিকা, তাতে তিনি কৃতজ্ঞ এবং আপ্লুত। জেলেনস্কি জানিয়েছেন, বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানাতে আগেই আমেরিকায় আসতে চেয়েছিলেন তিনি।

জেলেনস্কি আরও জানিয়েছেন, ‘ন্যায়, শান্তির পথ বেছে নেওয়ার অর্থ ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনও রকম আপস করা নয়। ইউক্রেনে যে বাবা-মায়েরা তাঁদের সন্তান হারিয়েছেন, তাঁরা নিজেদের মনে প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে থাকবেন । যুদ্ধ যত দীর্ঘ হবে, এই প্রতিশোধের আগুন তত তীব্র হবে।’ এরপরই জো বাইডেন জানিয়েছেন, মুক্ত, স্বাধীন, সমৃদ্ধ এবং সুরক্ষিত ইউক্রেনকে দেখতে চান তিনি।

আরও পড়ুন : ফিরছে করোনা আতঙ্ক, উচ্চপর্যায়ের বৈঠক মোদির

About Mousumi Pal

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *