By-Election 2024

Maniktala By-Election: উপনির্বাচনের দিন তৃণমূলকর্মীর হাতে আক্রান্ত ইউ এন লাইভের সাংবাদিক, চোর স্লোগান বিজেপির কল্যাণকে

ইউ এন লাইভ নিউজ: মানিকতলা বিধানসভা কেন্দ্রে চোর স্লোগান বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। শুধু তাই নয়, তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা-কর্মীরা। যা নিয়ে একেবারে উত্তপ্ত হয়ে উঠল মানিকতলার একাধিক ওয়ার্ড। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মানিকতলার নির্বাচন। এমতাবস্থায় কল্যাণ চৌবেকে ‘গোব্যাক’ স্লোগান দেওয়া হয় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। এই খবর সরাসরি ইউনিভার্সাল নিউজ বাংলা যখন তাদের সোশ্যাল মিডিয়া লাইভের মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করে তখন সাংবাদিকদের উপর চড়াও হয় ওখানকার তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটে কাঁকুড়গাছির ভিআইপি মার্কেটের পাশে ৩১ নম্বর ওয়ার্ডে।

এই এলাকায় দীর্ঘদিন বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। কিন্তু তাঁর প্রয়াণের পর বুধবার অর্থাৎ ১০ জুলাই সেখানে ভোট হচ্ছে। মানিকতলা বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন প্রয়াত প্রাক্তন মন্ত্রীর স্ত্রী সুপ্তি পাণ্ডে। তাঁকে জেতাতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। পাল্টা ময়দানে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার সেরেছেন বিজেপি। মানুষের অভাব-অভিযোগের কথাও শুনেছেন তিনি। মানিকতলার কল্যাণ চৌবেকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে ঘরে ঘরে গিয়ে। কিন্তু এদিন সকাল থেকে মানিকতলার যে ওয়ার্ডেই যাচ্ছেন না কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কল্যাণ চৌবেকে।

তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হচ্ছে। এমনকি মানিকতলার ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দিতে থাকেন। যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোনও রকমে কেন্দ্রিয় বাহিনীর জওয়ানরা কল্যাণ চৌবেকে সরিয়ে নিয়ে আসেন ঘটনাস্থল থেকে। তৃণমূল কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে এলাকায় ভোট হচ্ছিল। কিন্তু বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এসে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে। মানুষের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ আসে।