‘বাংলায় শিক্ষা অশিক্ষায় পরিণত হয়েছে’ বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, পাল্টা কুনাল

নিউজ ডেস্ক: সামনেই পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করছে শাসক-বিরোধী দু-পক্ষই। এর মধ্যেই নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন শাসকদলের একাধিক নেতা। এই ইস্যুতে বেশ খানিকটা ব্যাকফুটে রাজ্যের শাসকদল। তারমধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “রাজ্য সরকারের সব থেকে বড় অপরাধ তারা সরস্বতীর পুণ্যভূমিতে শিক্ষাকে কেন্দ্র করে সবরকম দুর্নীতি করেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, পড়ুয়াদের জন্য আসা মিড ডে মিলের টাকায় দুর্নীতি। বাংলার মানুষ ক্ষমা করবে না। তদন্ত চলছে। সব সামনে আসতে চলেছে।”

এরপরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, “উত্তরপ্রদেশে শিক্ষাক্ষেত্রে একাধিক দু্র্নীতির সন্ধান পেয়েছে ইডি। বাংলায় কোনও দুর্নীতি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা তদন্তকারী সংস্থাকে সাহায্য করি। আগামী দিনেও করব। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে, তা ধর্মেন্দ্র প্রধান জানেন?”