নিউজ ডেস্ক: দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে রাজ্যের প্রতি ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতি নিয়ে তোপ মুখ্যমন্ত্রীকে। শুক্রবার সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসেন রাজ্য সফরে। সকালেই দক্ষিণেশ্বরে পুজো শেষে সাংবাদিকদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। ধর্মেন্দ্র সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন।
এদিন ধর্মেন্দ্র বলেন, মোদি সরকার যেভাবে দেশের মানুষের কথা ভাবেন, সেভাবে রাজ্য কখনই ভাবেনা। তিনি বলেন, ঘরবাড়ি বানানোর জন্য, পানীয় জলের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে অর্থ ব্যয় করে তা দৃষ্টান্ত হওয়া উচিৎ। অপরদিকে রাজ্য সরকার এইসব কাজে দুর্নীতি ডেকে আনে। গরিবদের কথা না ভেবে রাজ্য সরকার যথেচ্ছাচারে এই দুর্নীতি চালিয়ে যাচ্ছে বলে দাবি ধর্মেন্দ্রর।
আরও পড়ুন: কুরমি আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ, তৃণমূলের মদতে চলছে আন্দোলন
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যাবস্থা নিয়ে জানান, “পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যাবস্থা ঠিকভাবে চলছে না। গত কয়েক বছর ধরে শিক্ষিত যুবকরা শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে আন্দোলন চালাচ্ছে। শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে রাজ্যের একাধিক মন্ত্রীর নাম জড়িয়ে আছে। কোটি টাকার বেআইনি সম্পত্তি, নগদ টাকা সবই পাওয়া গিয়েছে তদন্তে। তবুও রাজ্য সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙছেনা।”
ধর্মেন্দ্র জানান কিছু মাস আগে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন এখনও অবধি কেন যোগ্য চাকরী প্রার্থীরা চাকরী পাচ্ছেনা। কিন্তু কোনও উত্তর মুখ্যমন্ত্রীর তরফে তিনি পাননি।
শিক্ষামন্ত্রী বলেন ভারত সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় অর্থ রাজ্যে পাঠায়। কিন্তু তাতেও দুর্নীতি রয়েছে রাজ্যের। ছাত্রছাত্রীরা স্কুলড্রেস পায়না, তাতেও ব্যবসা। রাজ্যের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন তিনি।
রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি একাধিক অভিযোগ এনে তিনি বলেন, ” কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা নিজেও শিক্ষা ব্যাবস্থায় যে দুর্নীতি রাজ্য চালাচ্ছে, সে বিষয় কেন্দ্র ভবিষ্যতে ব্যবস্থা নেবে। আমরা ধীরে ধীরে সমস্ত প্রমাণ জোগাড় করছি।”
Leave a Reply