ইউ এন লাইভ নিউজ ডেস্ক: আবার লকডাউন? করোনার পরে আবার নতুন কোনও অতিমারিতে বন্ধ হয়ে যাবে না তো বিশ্ব? প্রায় সেরকমই অবস্থাই তৈরি হয়েছে। রিপোর্ট বলছে, উত্তর চিনে সম্প্রতি স্কুলপড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ কতকটা ইনফ্লুয়েঞ্জার মতো। আক্রান্ত শিশুদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। রোগটিকে ‘অজানা নিউমোনিয়া’ বলে উল্লেখ করা হয়েছে। এই ‘অজানা নিউমোনিয়া’ নিয়ে চিনের থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ দিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “চিনে শিশুদের ফুসফুসে সংক্রমণ ও বার্ড ফ্লু সংক্রমণ পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। ভারতে এই দুই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে ভারত যেকোনও পরিস্থিতির সঙ্গেই লড়াই করতে প্রস্তুত।”
উত্তর চিনে বিগত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়া সংক্রমণ ছড়িয়েছে। তবে এখনও অবধি অজানা কোনও প্যাথোজেনের হদিস পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রক এই সংক্রমণের উপরে কড়া নজর রাখছে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবরে চিনে মানবদেহে এইচ৯এন২ সংক্রমণের হদিস মেলার পরই সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস দেশে এই সংক্রমণের সম্ভাবনা ও সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে। বিশ্ব স্বাস্থ্য় সংস্থার মূল্যায়ন অনুযায়ী, মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ ও এইচ৯এন২ সংক্রমণে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেকটাই কম। হু-র তরফে মানুষ, পাখি ও বন্য়প্রাণীর উপরে নজরদারির পরামর্শটিও গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময় উত্তর চিনে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়তে দেখা যায়। বিষয়টিতে নজর রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO। রিপোর্ট বলছে, উত্তর চিনে সম্প্রতি স্কুল পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ কতকটা ইনফ্লুয়েঞ্জার মতো। জানা গিয়েছে, আক্রান্ত শিশুদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে। রোগটিকে ‘অজানা নিউমোনিয়া’ বলে উল্লেখ করা হয়েছে। এই ‘অজানা নিউমোনিয়া’ সম্বন্ধে চিনের থেকে রিপোর্ট চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। WHO-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য কমিশন এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের সহায়তায় ‘চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এবং বেজিং চিলড্রেনস হাসপাতালের সঙ্গে টেলি কমিউনিকেশনের মাধ্যমে কথা হয়েছে।
Leave a Reply