‘সনাতন ধর্মই রাষ্ট্রীয় ধর্ম’ মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর, কটাক্ষ কংগ্রেসের

নিউজ ডেস্ক: “সনাতন ধর্মই ভারতের রাষ্ট্রীয় ধর্ম।” রাজস্থানের ভিনমলে নীলকণ্ঠ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণ এবং মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মকেই ভারতের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সেখানেই তিনি বলেন, ‘‘অতীতে কখনও যদি আমাদের ধর্মীয় স্থানকে ধ্বংস করা হয়ে থাকে বা তাকে অপবিত্র করা হয়ে থাকে, তাহলে সেই স্থানগুলিকে পুরনো মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য প্রচার অভিযান চালানো জরুরি। ঠিক যেমন অযোধ্যার রামমন্দিরের ক্ষেত্রে হয়েছে। ৫০০ বছর ধরে লড়াই চালানোর পর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষতায় সুউচ্চ, সুরম্য রামমন্দির তৈরি হচ্ছে। আপনারা সবাই তাতে সাধ্যমতো দান করেছেন।’’ আর এই মন্তব্যের পরেই যোগী আদিত্যনাথকে তোপ দেগেছে কংগ্রেস।

কংগ্রেসের অসংগঠিত ক্ষেত্রের সংগঠনের চেয়ারম্যান উদিত রাজ ট্যুইট করে লেখেন, ‘‘সনাতন ধর্মই ভারতের রাষ্ট্রীয় ধর্ম, বলছেন মুখ্যমন্ত্রী যোগী। এর অর্থ হল, শিখ, জৈন, বৌদ্ধ, নিরঙ্কার, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম খতম!’’