লক্ষ্য ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি, প্রাথমিক কাজ শুরু যোগী সরকারের

নিউজ ডেস্ক- আগামী পাঁচ বছরের মধ্যে শুধু উত্তরপ্রদেশেই ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থিনীতির ভিত্তি তৈরি করতে চলেছে যোগী সরকার। পরিকল্পনা থেকে কাজের রূপায়ন সার্বিক কর্মকাণ্ডকে একই ছাতার তলায় আনতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে জোর ঝাঁকুনি দিতে চলেছেন তিনি।

সম্প্রতি অশ্বমেধ ইন্ডিয়া এলারা ডায়লগ ২০২২-এর ভার্চুয়াল অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে বড় পদক্ষেপ করা হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে, ভারতের প্রথম, ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি রাজ্য হিসেবে পরিচিতি পাবে উত্তরপ্রদেশ।

যোগী জানান, রাজ্যের অর্থনীতির হাল ফেরাতে ইতিমধ্যে ডেলয়টি ইন্ডিয়া নামক একটি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারা রাজ্যের সমস্ত পরিকাঠামো ও উন্নয়ন, কর্মসংস্থান, দক্ষ শ্রমিক, সার্বিক দিক দিয়ে সমীক্ষা চালিয়ে মডেল প্রস্তুত করবে। তিনি আরও জানান, সারা দেশে বহু মাত্রিক উন্নয়নের প্রাণকেন্দ্র হিসেবে উত্তরপ্রদেশকে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। আগামী ২০২৭ সালের মধ্যে সবকা সাথ, সবকা বিকাশ এই স্লোগানকে হাতিয়ার করেই, ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি ছুঁয়ে পেলবে।

আগামী ৯০ দিনের মধ্যে ডেলায়টি ইন্ডিয়া সমীক্ষা সংস্থা, সার্বিক দিক খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চপর্যায়ের কমিটি। যার শীর্ষে থাকবেন মুখ্যসচিব। পাশাপাশি, রিপোর্ট রিভিউয়ের জন্য কিছু মন্ত্রীকে নিয়ে একটি গ্রুপও তৈরি হয়েছে, তাঁরাও বিষয়টি রিভিউ করবেন।