ইউ এন লাইভ নিউজ: রূপটানের শেষে মুখে বাড়তি জেল্লা আনতে হাইলাইটার অনেকেই ব্যবহার করে থাকেন। এমনকি শুধু গাল নয়, নাকের উপরে, থুতনিতে হাইলাইটারের সামান্য ছোঁয়ায় আরও সৌন্দর্যে ভোরে ওঠে মুখ। হাইলাইটার ছাড়া সাজই যেন অসম্পূর্ণ থেকে যায়।
রূপটান নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলছেন ত্বকের ধরন অনুযায়ী হাইলাইটার বাছতে হবে। বিশেষত শুষ্ক ত্বকে লিকুইড বা তরল হাইটার ভাল ভাবে মিশে যায়। যদি কেউ চান পুরো মুখেই চকচকে ভাব থাকুক, তা হলে ফাউন্ডেশন হাতে নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা তরল হাইলাইটার ভাল করে মিশিয়ে মুখে মাখতে পারেন। ময়শ্চারাইজ়ারের সঙ্গে মিশিয়েও মাখা যায়।
কিন্তু কেমন হাইলাইটার কিনবেন, কোথা থেকেই বা কিনবেন এই নিয়ে দ্বিধা চলতে থাকে মনের মধ্যে। কাজেই হাইলাইটার কিনতে টাকা খরচ না করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নিজস্ব হাইলাইটার। শিখে নিন পদ্ধতি।
বাড়িতে হাইলাইটার বানাতে কী কী লাগবে?
দুই চা চামচ গ্রেপসিড অয়েল, দু’চামচ প্রাকৃতিক মোম (দোকানে বা অনলাইনে পাওয়া যায়), এক চামচ সাদা মাইকা পাউডার।
কীভাবে বানাবেন?
১) প্রথমে একটি বড় পাত্রে জল নিয়ে মাঝারি আঁচে বসিয়ে গরম করুন।
২) এ বার একটি কাচের বাটিতে বাকি সব উপকরণ নিয়ে জলের উপর বসিয়ে দিন। কিছু ক্ষণের মধ্যেই সমস্ত উপাদান গলে যাবে। ৩) সব কিছু গলে গেলে মিশ্রণটি একটি মেকআপের টিন প্যানে ঢেলে নিন।
৪) এ বার মিশ্রণটি ক্রমাগত নাড়তেহবে যাতে মাইকা নীচে জমে না যায়। ধীরে ধীরে মিশ্রণটি জমতে শুরু করবে।
৫) একটি পাতলা সেলোফেন কাগজ দিয়ে মিশ্রণটি চেপে রাখুন।
৬) ঘণ্টাখানেক মতো জমতে দিন। তার পরে ব্যবহার করুন।
Leave a Reply