ইউ এন লাইভ নিউজ: পঞ্চম দফার নির্বাচনে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ঝামেলার খবর উঠে আসছে। বঙ্গের সাত কেন্দ্রে চলছে ভোট। ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তুমুল চাঞ্চল্য ছড়াল। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেস বুথ জ্যাম করার খবর পেয়ে তিনি যখন সেখানে পৌঁছন তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে শুধু তাই নয়, তাঁর গাড়িও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা এই অভিযোগও করেছেন তিনি।
মণ্ডলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যদিও কৌস্তভের দাবি, শাসক দলের আস্কারাতেই এই বিক্ষোভ দেখানো হয়েছে। এরপর তাঁর গাড়ির উপর হামলা করা হয় বলেও তিনি অভিযোগ তোলেন। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন তাঁরা। কোনও ক্রমে কৌস্তভকেও নিরাপদে উত্তপ্ত এলাকা থেকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
এই পুরো বিষয়টি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা। কৌস্তভ মন্তব্য করেন, ”হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। সন্ধ্যের পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে শাসানো হয়েছে। পাশাপাশি যে জমায়েত করা হয়েছিল সেখানেও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেছেন বিজেপি নেতা। তিনি এও জানিয়েছেন, তাঁর নিরাপত্তারক্ষীর থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে।” আর কিছুক্ষণ বিক্ষোভকারীদের মাঝে থাকলে তাঁর প্রাণহানি পর্যন্ত হতে পারত বলে তিনি আশঙ্কা করেছিলেন।
পঞ্চম দফার দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে ব্যারাকপুরে। কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। অর্জুনকে কেন্দ্র করে বেশিরভাগ মহিলা তৃণমূল কর্মীই বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, প্রার্থীর মদতেই বুথ জ্যাম করছে বিজেপি। এছাড়াও, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিটাগড়ে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ২১৫ নম্বর বুথেও ঝামেলা শুরু হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছে।
Leave a Reply