ইউ এন লাইভ নিউজ: দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে বাংলায় বন্যা পরিস্থিতির অবনতি। বানভাসি হাওড়া, হুগলির পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরেই নবান্ন থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সাহায্যের আশ্বাস দেয়ার পাশাপাশি জেলা শাসকদের কড়া নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তারপর পৌঁছে যান পশ্চিম মেদিনীপুর। সার্কিট হাউসে রাত্রিবাসের পর বৃহস্পতিবার পাশকুঁড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।
ঝাড়খণ্ড-সহ অন্যান্য জায়গা বাঁচাতে বাংলায় জল ছাড়ছে ডিভিসি এমনই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রতি জেলার খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। এর মাঝেই বুধবার মুখ্যমন্ত্রীর কাছে খবর আসে ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কেশপুরে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে সেখানে ছুটে যান মমতা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করার কথা তাঁর।
ডিভিসি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে। এত জল এর আগে ছাড়া হয়নি বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এই ম্যান মেড বন্যা করা হচ্ছে। ২০০৯-এর পরে এই প্রথম এতো জল ছাড়া হল। তিনি জানান, “আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।” মমতার অভিযোগ, আগে থেকে ড্রেজিং করলে এই পরিস্থিতি হত না।” ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি। ঘাটালের পর এবার পাশকুঁড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।