যোগী রাজ্যে সবজি বিক্রেতার অ্যাকাউন্টে জমা পড়ল ১৭২ কোটি, চোখ কপালে আয়কর দফতরের

নিউজ ডেস্ক: কোটি কোটি টাকা জমা পড়ছে এক সবজি বিক্রেতার অ্যাকাউন্টে। যা দেখে চোখ কপালে উঠেছে আয়কর বিভাগের। এখানেই শেষ নয়। যাঁর অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে সই সবজি বিক্রেতা এবং তাঁর বাড়ির লোকেদেরও ঘুম উড়ছে এই খবরে। ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্যে।

বিজয় রাস্তোগী নামে উত্তরপ্রদেশের বাসিন্দার গাজিপুর জেলায় একটি সবজির দোকান রয়েছে। ওই ব্যক্তির অ্যাকাউন্টে দু-এক কোটি নয়, প্রায় ১৭২ কোটি টাকা জমা পড়েছে বলে জানতে পারে আয়কর বিভাগের আধিকারিকরা। তারপরেই আয়কর বিভাগের আধিকারিকরা ওই ব্যক্তির সম্বন্ধে খোঁজ খববর নিতে শুরু করে। বিষয়টি খতিয়ে দেখতে বিজয় নামে ওই সবজি বিক্রেতার বাড়িতেও যায় আয়কর দফতরের আধিকারিকরা।

বিজয় রাস্তোগির দাবি, যে অ্যাকাউন্টে ১৭২ কোটি টাকা জমা পড়েছে সেই অ্যাকাউন্টটি আদৌ তাঁর নয়। তাঁর প্যান কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কেউ ইচ্ছাকৃতভাবে টাকা লেনদেনের জন্য তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্টটি তৈরি করেছে।

এরপরেই ডিজিটাল মানি ট্রান্সফার এজেন্সির কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে আয়কর বিভাগ। কীভাবে এবং কোথা থেকে বিজয়ের অ্যাকাউন্টে এই বিপুল টাকা জমা পড়ল তা জানতে চেয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার শাখা। একই সঙ্গে বিজয়ের দাবিও খতিয় দেখছে তদন্তকারী আধিকারিকরা।