Cristiano Ronaldo: সৌদি ক্লাবের বিস্ময়কর প্রস্তাব,বছরে প্রায় ১৬৮১ কোটি টাকা!

দীপঙ্কর গুহ: মরিয়া সৌদি আরবের ক্লাবটি। চাই -ই তাদের সি আর সেভেনকে। তারজন্য আর্থিক চুক্তির প্রস্তাব মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ড! ভারতীয় টাকায় যা প্রায় ১৬৮১ কোটি! এরসঙ্গে যোগ হবে – সাড়ে তিন বছরের চুক্তি। অর্থাৎ প্রায় ৫০৪৩ কোটি টাকা! হিসাব বলছে সেকেন্ড প্রতি সি আর সেভেনের দাম হয়ে যাবে ভারতীয় টাকায় ৫৩৬ টাকা! কী করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো!

তিনি আর ম্যানচেস্টার ইউনাইটেডের নন। মাঝপথে কোচের সঙ্গে তিক্ত সম্পর্কের জন্য এই বিচ্ছেদ। এখনই তিনি কোনও কথা বলতেই চাইছেন না। তাঁর কাছে গুরুত্ব বেশি এই চলতি বিশ্বকাপ। তাঁর দেশ পর্তুগালের গ্রুপ লিগের বাধা টপকে যাওয়ার কাজ শেষ। এবার নক আউট পর্ব। ট্রফি জয়ের আসল দৌড় শুরু।

আল-নাসর এই বিশাল আর্থিক চুক্তিতে পেতে চায় রোনাল্ডোকে। বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ড! আর তাঁকে এই দলে রাখার প্রাথমিক চুক্তি সাড়ে তিন বছরের। এমন খবর প্রকাশ করে একটি আন্তর্জাতিক টিভি সম্প্রচার করে বিশ্ব ফুটবলে শোরগোল ফেলে দিয়েছে। এর আগে এই দেশেরই আরেকটি ক্লাব দল তাঁকে পেতে আল হিলাল প্রস্তাব দিয়েছিল সপ্তাহে ৩ মিলিয়ন পাউন্ড করে। যার অর্থ : সপ্তাহে ২৯.২৩ কোটি টাকা। এবারের পরিমাণ সপ্তাহে : ৩২.৪৭ কোটি! হয়তো বিশ্বকাপে রোনাল্ডোর দল যত এগুবে, দর আরও চড়বে।

সূত্র মারফত নাকি জানা গেছে, ম্যান ইউয়ের থেকে যে আর্থিক ক্ষতি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হচ্ছে এই আরব ক্লাবটি পুষিয়ে দিতে চায়। সেই ১৬ মিলিয়ন পাউন্ড নাকি তারা দিতে প্রস্তুত। যা ভারতীয় টাকায় প্রায় ২০০ কোটির কাছাকাছি।

রোনাল্ডোর এজেন্টের কাছে এই প্রস্তাব পৌঁছে গেলেও, এই নিয়ে এগুনো যাচ্ছে না। খোদ রোনাল্ডো চান না, বিশ্বকাপের সময় ক্লাব খেলা নিয়ে মাথা ঘামাতে। ৩৭ বছরের এই ফুটবল তারকাটি চান না, কাতারে থাকতে এসব নিয়ে আলোচনাই চান না।

রোনাল্ডোকে সৌদি আরবের ক্লাবে নিয়ে নেওয়ার আরও একটি কারণ আছে। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দাবিদার হতে চলেছে, এই আরব ক্লাবটি। তাদের ওখানে ক্লাব লিগে রোনাল্ডোর মতন ফুটবলার খেলে যে প্রচার হবে, তাতে এই দায়িত্ব পাওয়া সহজ হতে পারে। সি আর সেভেনকে সেই দেশের এই বিশ্বকাপ মিশনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ভাবনা রয়েছে।

রোনাল্ডো নিজে এখনও ইওরোপের ক্লাবে খেলতে আগ্রহী। চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে দেখতে চান। ইংলিশ প্রিমিয়ার লিগের নিউক্যাসল তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। ডেভিড বেকহ্যাম আবার নিজের ক্লাব ইন্টার মিয়ামিতে চান রোনাল্ডোকে। কিন্তু ভবিষ্যতের ভাবনা চূড়ান্ত করতে এখনই তাড়াহুড়ো করতে চাইছেন না সি আর সেভেন।

পর্তুগালের নেতা রোনাল্ডো শুক্রবার গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নামবেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে। যদিও আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে জিতে দলটি চলে গেছে শেষ ১৬ তে। সেই ম্যাচে রোনাল্ডো পায়ে চোট পান। শেষ ম্যাচে না নেমে আরও বিশ্রাম নিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে রোনাল্ডো দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ে নামতে পারেন।

ছবি: সৌ টুইটার।