ইউ এন লাইভ নিউজ: প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা ও দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিগত কয়েকদিন ধরে দিল্লি এইমস হাসপাতালে ভর্তি ছিলেন নেতা। হাসপাতালে লাইফ সাপোর্ট চলছে বলেও জানা যায়। বৃহস্পতিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক। জানা গিয়েছে ১৯ আগস্ট শ্বাসকষ্টজনিত কারণ নিয়ে ভর্তি হন তিনি। তারপর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হচ্ছিল। রেসপিরেটরি সাপোর্টে রাখা হয় পলিটব্যুরোর এই নেতাকে। বৃহস্পতিবার চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন সীতারাম ইয়েচুরি।
ইয়েচুরির সঙ্গে বাংলার সম্পর্ক নিবিড়। ২০০৫ সালে এই রাজ্য থেকেই রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৭ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য ছিলেন সীতারাম ইয়েচুরি। গত ৮ অগস্ট প্রয়াত হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সে সময় ছানি অপারেশন হওয়ায় তিনি বুদ্ধদেবের অন্তিম যাত্রায় যোগ দিতে পারেননি। তাঁর স্মরণসভার সময়ও তিনি শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও হাসপাতাল থেকেই তিনি বুদ্ধদেবর স্মৃতিচারণায় বিশেষ ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন।
Leave a Reply