জয়জয়কার বাংলার, এআইটিএ সুপার সিরিজের ফাইনালে পদক ছিনিয়ে নিলেন ৩ বাঙালি

নিউজ ডেস্ক : অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন সুপার সিরিজের ফাইনালে জয়জয়কার বাংলার। অনূর্ধ্ব ১৬ এআইটিএ সুপার সিরিজ ফাইনালে সিঙ্গেলস ও ডবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলার সর্জনী, মায়াঙ্ক ও শৌর্য স্বরূপ।

শুক্রবার ডি কে এস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৬ বয়েজ অ্যান্ড গার্লস এআইটিএ সুপার সিরিজ ফাইনাল। সিঙ্গেলস গার্লস বিভাগে চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নিয়েছেন বাংলার সর্জনী ব্যানার্জি।

পাশাপাশি অনূর্ধ্ব ১৬ বয়েজ অ্যান্ড গার্লস এআইটিএ সুপার সিরিজ ফাইনালের ডবলস বয়েজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মায়াঙ্ক তিওয়ারি ও শৌর্য স্বরূপ জুটি।

অন্যদিকে, ওড়িশার কমলেশ রথও অনূর্ধ্ব ১৬ এআইটিএ সুপার সিরিজ ফাইনালে সিঙ্গেলস বয়েজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও গার্লস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এ শঙ্কুসারি এবং এস কুমারী জুটি।

শুক্রবারই ফাইনাল সিরিজ শেষে পুরস্কার বিতরণী করা হয়। ডি কে এস স্পোর্টস কমপ্লেক্সের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার শ্যাম থাপা এবং ক্লাবের সভাপতি দেবাশিষ কুমার।

আরও পড়ুন : আজকের শেয়ার বাজার, ১১ নভেম্বর, শুক্রবার, ২০২২