Venugopal Dhoot arrest: ব্যাঙ্ক প্রতারণার মামলায় সিবিআইয়ের জালে ভিডিয়োকনের সিইও

নিউজ ডেস্ক: সোমবার (২৬ ডিসেম্বর) ব্যাঙ্ক প্রতারণা মামলায় এবার গ্রেফতার হলেন ভিডিয়োকন-এর সিইও বেণুগোপাল ধুত। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে সবমিলিয়ে মোট ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ভিডিয়োকনের কর্ণধার বেণুগোপালের বিরুদ্ধে। এই প্রতারণা মামলায় গত সপ্তাহেই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির জালে জড়িয়েছেন এমডি চন্দা কোছরের স্বামী দীপক কোছরও। তাঁকেও গ্রেফতার করছে ইডি।

২৫ ডিসেম্বর, রবিবার চন্দা এবং তাঁর স্বামীকে মুম্বইয়ের বিশেষ আদালতে হাজির করিয়েছিল সিবিআই। এখন আপাতত ৩ দিনের সিবিআই হেফাজতে তাঁরা। এর পরেই সোমবার সিবিআই গ্রেফতার করে বেণুগোপালকে। কিন্তু কেন গ্রেফতার হলেন ভিডিয়োকন-এর সিইও? কেনই বা গ্রেফতার করা হয় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি এবং তাঁর স্বামীকে?

সিবিআইয়ের দাবি, চন্দা এবং দীপক বছর চারেক আগে বেণুগোপালের সংস্থা ভিডিয়োকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকার বিপুল ঋণ পাইয়ে দেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তোলা ওই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন চন্দা এবং তাঁর স্বামী দীপক। এ নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টেও। ৩ দশকেরও বেশি সময় ধরে আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত চন্দা। তবে অভিযোগ ওঠার পর ২০১৮ সালের অক্টোবর মাসে চন্দাকে বরখাস্ত করেছিল ওই ব্যাঙ্কটি।