নিউজ ডেস্ক : ১৯৪৯ সালের ২৬ নভেম্বর, গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান। তাই প্রতি বছর এইদিনে সংবিধান দিবস পালন করা হয়। চলতি বছরে এই উপলক্ষ্যে দিল্লিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি জানিয়েছেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম তিনটি শব্দ – ‘উই দ্য পিপল’ শুধু শব্দ নয়, এগুলি একটি আহ্বান, একটি অঙ্গীকার এবং একটি বিশ্বাস।
সংবিধান দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ই-কোর্ট প্রকল্পের অধীনে ‘ভার্চুয়াল জাস্টিস ক্লক’, ‘জাস্টিস মোবাইল অ্যাপ ২.০’, ডিজিটাল কোর্ট সহ বেশ কয়েকটি উদ্যোগের সূচনা করেছেন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সংবিধান দিবসে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। জনগণের ক্ষমতাই, আজ দেশকে শক্তিশালী করছে। কেন্দ্রীয় সরকারও জনগণের জন্য আইন সহজ করার লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও জানিয়েছেন, স্বাধীনতার এই অমৃতকাল দেশের জন্য ‘কর্তব্যের সময়’। দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে, মৌলিক দায়িত্ব পালন করাই নাগরিকদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিৎ। টিম ইন্ডিয়া হিসেবে, বিশ্ব মঞ্চে ভারতের মর্যাদা বাড়ানোর জন্য কাজ করা এবং বিশ্বের কাছে দেশের অবদান তুলে ধরা আমাদের সম্মিলিত দায়িত্ব। বর্তমানের সংকটকালীন পরিস্থিতিতে সারা বিশ্বের চোখ ভারতের দিকেই রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও জানিয়েছেন, ‘ভারতের দ্রুত উন্নয়ন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং ভারতের শক্তিশালী আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে বিশ্ব আমাদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে।’ পাশাপাশি ২৬/১১ মুম্বই হামলার বিষয়ে তিনি জানান, ১৪ বছর আগে ভারত যখন সংবিধান এবং নাগরিকদের অধিকারের উৎসব পালন করছিল, ঠিক সেই দিনেই মানবতার শত্রুরা ভারতে সবচেয়ে বড় জঙ্গি হামলা চালায়। মুম্বই হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
আরও পড়ুন : ২৬/১১ মুম্বই হামলার ১৪ বছর পূর্ণ! আজও সজাগ হয়নি পাকিস্তান
Leave a Reply