VISTA-AIR

Vistara-air india marge: প্রয়াত রতন টাটাকে অনুসরণ করেই আনুষ্ঠানিক ভাবে মিশে গেল এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারা

ইউ এন লাইভ নিউজ: ২০২২ সালের জানুয়ারিতে এআই-এর রাশ হাতে নেওয়ার পর থেকে নিজেদের সমস্ত বিমান সংস্থাকে ঢেলে সাজাতে শুরু করেছিল টাটা গোষ্ঠী। এ জন্য সস্তার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মেশানো হয়েছিল এয়ার এশিয়া ইন্ডিয়াকে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে মিশে গেল টাটা গোষ্ঠীর দুই সংস্থা এয়ার ইন্ডিয়া (এআই) এবং ভিস্তারা। রতন টাটার প্রয়ানের পর তাঁর উদ্যোগ অনুসরণ করেই হল এই একত্রীকরণ। তবে একত্রীকরণের পরেও সংস্থার নাম এয়ার ইন্ডিয়াই (এআই) থাকছে।

ভিস্তারার বিমানগুলির নম্বর হবে চার অঙ্কের এবং তা শুরু হবে ‘২’ নম্বর দিয়ে। এআই-এর তরফে মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সংস্থা আপাতত ৯০টিরও বেশি অভ্যন্তরীণ এবং বিদেশি বিমানবন্দরে ৫,৬০০-র বেশি সাপ্তাহিক উড়ান পরিচালনা করবে। এই কাজে ব্যবহৃত হবে মোট ২০৮টি বিমান। প্রসঙ্গত, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে জোট বেঁধে ২০১৪-এ টাটারা ভিস্তারা তৈরি করেছিল। ২০২২-এ কেন্দ্রের ডাকা নিলামে কেনে এআইকে। এর পরেই দুই সংস্থাকে মেশানোর প্রক্রিয়া শুরু হয়।