Malda Polling Strike

Loksabha Election 2024: ভোট বয়কট,অনশনে মহিলারা; মালদায় ধরা পড়ল নির্বাচনের অন্য এক ছবি

ইউ এন লাইভ নিউজ: দেশের পাশাপাশি রাজ্যের চার লোকসভা আসনে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা আসনে নির্বাচন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মোটের উপর সম্পন্ন হয়েছে। ভোটদানের প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই মুর্শিদাবাদের একের পর এক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। এমনকি সারা রাত বিভিন্ন জায়গায় বোমাবাজি,গোলাগুলির খবরও পাওয়া গিয়েছে।

মারামারি-দাঙ্গা, হাতাহাতির খবরের মাঝে একটু অন্যরকম কিছুর সাক্ষী থাকল মালাদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথ। ভোটদান থেকে বিরত থাকলেন এখানকার বাসিন্দারা। এলাকায় উন্নয়নের দাবিতে অনশনে বসেন গ্রামের মহিলারা। বুথের সামনেই অনশন শুরু করেন।প্ল্যাকার্ড-ব্যানার হাতে নিয়ে চলেছে এই বিক্ষোভ কর্মসূচি।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন এলাকায় কোনও উন্নয়ন হয়নি। নতুন রাস্তাঘাট, নতুন ব্রিজের দাবিতে তাঁদের এই পদক্ষেপ । মঙ্গলবার হবিবপুরের ১২২ নম্বর বুথে এমনই ছবি ধরা পড়ল। তারপরই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান নির্বাচন কমিশনের আধিকারিকরা। এছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ভোটদানের আবেদন জানান হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন আন্দোলনরত গ্রামের মহিলারা। উন্নয়ন না হলে কাউকেই ভোট তাঁরা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

এলাকার মানুষের দাবি, রাস্তাঘাট একেবারে খারাপ। ব্রিজ নেই। কষ্ট করে চলতে হচ্ছে। প্রতিশ্রুতি পেলেও কোনও কাজ হয়নি। এই অবস্থায় এলাকার উন্নয়ন না হলে গ্রামের কেউ ভোট দেবেন না বলে দাবি স্থানীয়দের।

এই ঘটনা রীতিমত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আধিকারিকদের কাছে। মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে ১৩৮১ জন ভোটার আছেন। তাঁরা কেউই এদিন ভোট দেন নি বলে খবর পাওয়া গিয়েছে। যদিও ঘটনাস্থলে হবিবপুরের সেক্টর অফিসার পৌঁছান আন্দোলনরত ভোটারদের বুঝিয়ে ভোটদানের কথা বলতে, যদিও তাঁরা মানতে নারাজ। ঘটনাস্থল পরিদর্শনে যান রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ওই কেন্দ্রে।