ইউ এন লাইভ নিউজ: মঙ্গলবার পশ্চিমবঙ্গের চার কেন্দ্র সহ দেশের ১২টি রাজ্যের ৯৩টি আসনে চলছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের চার কেন্দ্র মালদহ উত্তর ,মালদহ দক্ষিণ ,জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে চলছে ভোট। তৃতীয় দফার ভোটেও বঙ্গে অশান্তি অব্যাহত। সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে ১৮২টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে সিপিএমের অভিযোগ সবথেকে বেশি ৭৩টি।
ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের বিভিন্ন বুথ থেকে। গোপীনাথপুরের ৩৬ নম্বর বুথে চরম গন্ডগোল শুরু হয়। সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম এক ভুয়ো এজেন্টকে বুথের বাইরে কলার ধরে টেনে বের করে দিতে দেখা যায়। এবার জঙ্গিপুরের একটি বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা যায় তৃণমূলের ব্লক সভাপতিকে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমাবাজি ,আমডহরা এলাকায় বাম -কংগ্রেস কর্মীদের মারধর থেকে শুরু করে বিজেপি প্রার্থীর সাথে তৃণমূল নেতার হাতাহাতির মত খবর উঠে আসছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সুতির আহিরণে ৬৪ নম্বর বুথের বাইরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ও জঙ্গিপুরের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ বুথের বাইরে ভোটারদের সামনেই হাতাহাতি, মারামারিতে জড়ালেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মী-সমর্থকরাই। এই নিয়ে সকাল থেকেই ঝামেলা শুরু হয় তৃণমূল ও গেরুয়া দলের কর্মীদের মধ্যে।
ভোটের দিন সকাল সকাল এই ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করে তৃণমূল। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতা পাল্টা অভিযোগ করেন, বুথ থেকে বার করে দেওয়া হয় পোলিং এজেন্টকে, সেই অভিযোগ পেয়েই তিনি বুথে এসেছিলেন। তখনই তৃণমূল ব্লক সভাপতিকে বিজেপি নেতার দিকে তেড়ে যেতে দেখা যায়। এছাড়াও তিনি বলেন ,তৃণমূল নেতা ভোটগ্রহণ কেন্দ্রে পুলিশের সাথে গল্প করছিলেন। দুজনকে সরিয়ে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।
অভিযোগ, পাল্টা অভিযোগের পরেই ধাক্কাধাক্কি, মারামারি শুরু হয়ে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। তৃণমূলের ব্লক সভাপতি আরও অভিযোগ করেন, তাঁর গায়ে হাত তোলা হয়েছে। অন্যদিকে বিজেপি কর্মীরা দাবি করেছেন, বুথের ১০০ মিটারের মধ্যে অশান্তি তৈরি করছে তৃণমূল।
Leave a Reply