messi receives threat

Lionel Messi: ‘আমরা তোমার জন্যই অপেক্ষা করছি’, স্ত্রীর আত্মীয়ের দোকানে হুমকি পোস্টার বিশ্বজয়ীর নামে

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ৩৬ বছর পর ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লক্ষ লক্ষ আর্জেন্টাইনের স্বপ্নপূরনের নায়ক যিনি। সেই লিওনেল মেসিকে হুমকি দুষ্কৃতীদের। বিশ্বকাপজয়ী ফুটবলারের স্ত্রীর আত্মীয়ের দোকানে একের পর এক গুলি চালিয়ে মেসির উদ্দেশ্যে হুমকি চিঠি রেখে গিয়েছে বন্দুকবাজরা। সেখানে লেখা রয়েছে ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন নিজে একজন মাদকচক্রী। তাই ও তোমাকে বাঁচাতে পারবে না।’

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বুয়েনস আয়ারসের সুপার মার্কেটের সামনে এসে মেসির স্ত্রী-র এক আত্মীয়ের দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকা বাইকে থাকা দুই দুষ্কৃতী। মোট ১৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেই খবর মিলেছে। পাশাপাশি হুমকি পোস্টারে যে মেসির উদ্দেশে চরম হুমকির বার্তা দেওয়া হয়েছে, তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি হুমকি পোস্টারের মেসির সঙ্গেই নিশানা করা হয়েছে স্থানীয় মেয়রকেও। যে ঘটনার পর পরই বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাই জানিয়েছেন বুয়েনস আয়ারসের মেয়র পাবলো জাভকিন। পাশাপাশি জানা যাচ্ছে, রাতের অন্ধকারে যে ঘটনা ঘটার পরই সাতসকালে সেখানে নিজে উপস্থিত হয়েছিলেন স্থানীয় মেয়র। এলাকায় ড্রাগ ডিলারদের রমরমা বেড়ে যাওয়ায় নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলতেও শোনা যায় তাঁকে।

এই ঘটনার পর রোজারিওর স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলিচালনার ঘটনায় কেউ নিহত হননি। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে আততায়ীরা কেন হঠাৎ মেসিকে নিশানা করছেন তা স্পষ্ট নয়। কেন তাঁর শ্বশুরবাড়ির দোকানে হামলা চালানো হল সে বিষয়ে কিছু বুঝে উঠতে পারছেন না তদন্তকারীরা। রোজারিওর পুলিশের তরফে জানানো হয়েছে, দু’জন দুষ্কৃতি মোটরসাইকেলে চেপে এসে ইউনিকো সুপারমার্কেটে গুলি চালিয়েছে। এলোপাথাড়ি গুলি চালানোর পর ঘটনাস্থল ছেড়ে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনার পর কোনও প্রতিক্রিয়া জানাননি মেসি।