ইরান – ২ : ওয়েলস – ০
স্পোর্টস ডেস্ক: একটা লাল কার্ড। আর ক্ষণিকের মধ্যে ম্যাচের রং বদল ! কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড ব্যবহার হল ইরান-ওয়েলস ম্যাচে। আর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল ওয়েলস গোলরক্ষককে। ঘটনাটা ঘটে গেল, ৮৬ মিনিটে। আর ইনজুরি টাইমে পর পর দুটি গোল করে ম্যাচ জিতে নিল এশিয়ার এক দেশ ইরান। এই ইরানকে প্রথম ম্যাচে ২-৬ গোলে হেরে গিয়েছিল ইংল্যান্ডের কাছে।
খেলার ৮৬ মিনিটে ডব্লিউ হেনেসি নিজের সীমানা থেকে বেরিয়ে এসে বিধিসম্মতভাবে ইরানের এক খেলোয়াড়কে আটকাতে পারেননি। উল্টে তাঁর বুটের স্টাড গিয়ে আঘাত করে বিপক্ষের ফুটবলারের মুখে। রেফারি প্রথমেই ‘মারাত্মক ফাউল’ করার জন্য হেনেসিকে হলুদ কার্ড দেখান। তারপর, রেফারি চলে যান ভার ( ভি এ আর) থেকে সত্যি ঘটনা কী দেখতে। তা দেখেই রেফারি ফিরে যান মাঠে। লাল কার্ড দেখিয়ে দেন।
শুক্রবার ইরানের বিপক্ষে ফাউল করে লালকার্ড দেখেন ওয়েলসের গোলকিপার হেনেসি। এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড ব্যবহার হল।
ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমি বল দখলে নিতে গেলে ওয়েলসের গোলরক্ষক হেনেসিও ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে আসেন। তিনি ডি-বক্স থেকে অনেকটা বেরিয়ে গিয়ে বল টার্গেট করে শূন্যে কিক মারতে যান। তখনই তারেমির সঙ্গে তাঁর সরাসরি সংঘর্ষ হয়ে যায়। হেনেসির ডান পায়ের বুটের নিচের অংশ গিয়ে তারেমির চোয়ালে সজোরে আঘাত করে।
এ ঘটনায় রেফারি দ্রুত হলুদ কার্ড বের করেন। সতর্কীকরনের কাজ সারা হয়ে যায়। মাঠের পাশে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) স্ক্রিনে ঘটনাটি ভালো করে দেখতে যান। ফিরে লালকার্ড বের করেন। ওয়েলস ১০ জনে খেলতে বাধ্য হয়।
এই ফাউল, এই লালকার্ড দেখার আগে পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল গোলশূন্য। নির্ধারিত সময়েও কোনো গোল হয়নি। খেলা গড়ায় ইনজুরি টাইমে।
সেই ইনজুরি টাইমের ৮ মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে জোরালে শট নেন ইরানের রুজবেহ চেশমি। গোলার গতিতে বল জালে জড়িয়ে যায় (১-০)। মিনিট তিনেক পর আবার গোল ! ইরানকে ২-০ গোলে এগিয়ে দেন রামিন। ম্যাচের শুরু থেকে দারুন খেলেও হেরে মাঠ ছাড়তে হল ওয়েলসকে।
ছবি: সৌ টুইটার।
Leave a Reply