Skin Care Tips

Skin Care Tips: চটজলদি ত্বকে উজ্জ্বলতা চান? অনুসরণ করতে পারেন এই উপায়গুলি

ইউ এন লাইভ নিউজ: ত্বকের অযত্নে জৌলুস হারায় অনেকেরই। সারাদিন বাড়ির বাইরে কাজ করার পর আমাদের সবারই মনে হয় কতক্ষনে বাড়ি গিয়ে বিশ্রাম নেব। তাই ত্বকের যত্ন নেওয়ার ইচ্ছাও করেনা অনেকেরই। তবে যদি চটজজলদি উজ্জ্বলতা চান তা হলে অনুসরণ করে দেখতে পারেন কয়েকটি উপায়। এতে মুখের কালচে ভাব উধাও হবে, ত্বক হবে কোমল এবং মসৃণ।

১. রূপচর্চা শুরুর প্রথম ধাপেই থাকে ক্নিনজ়িং। আপনার মুখে যে ফেশওয়াশ স্যুট করে সেটা দিয়েই খুব ভাল করে প্রথমে মুখ পরিষ্কার করে নিন।

২. দ্বিতীয় ধাপে ব্যবহার করতে হবে টম্যাটোর রস। টম্যাটো রোদে কালচে হয়ে যাওয়া ছোপ দূর করতে সাহায্য করে। মধুও ত্বক উজ্জ্বল করতে বিশেষ ভাবে কার্যকরী। ২ চামচ টম্যাটো রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিয়ে মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে রাখুন মিনিট পাঁচেক। তবে টম্যাটোর রস মাখলে যদি ত্বকে জ্বালা করে বা চুলকোয়, তা হলে শসার রস ব্যবহার করা যেতে পারে।

৩. তৃতীয় ধাপে প্রয়োজন গরম ভাপ, যাকে বলা হয় ‘ফেশিয়াল স্টিমিং’। গরম জলে তোয়ালে ভিজিয়ে, সেটি ভাল করে নিংড়ে নিয়ে গরম ভাপ মুখে দিতে হবে তবে চোখ বাঁচিয়ে। গরম ভাপ দিলে ত্বকের রন্ধ্র উন্মুক্ত হয়। মরা কোষ দূর হয়। ভাপ দেওয়ার পর ভিজে কাপড় দিয়ে মুখ ভাল ভাবে মুছে নিলেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।