ইউ এন লাইভ নিউজ ডেস্ক: জাতীয় পশু চোখের সামনে দেখার আনন্দ মানুষের মধ্যে কতটা কাজ করে- তা জানেন অনেকেই। সুন্দরবনে মানুষ বারবার ছুটে যায় একবার চোখের সামনে বাঘ দর্শনের আশায়। তবে সেখানেও বাঘকে দেখতে হয় জঙ্গলের ওপার থেকে। তাই এই প্রতিবেদনে জানাবো, কোন কোন জায়গায় গেলে আপনি দেখতে পাবেন রাস্তায় খোলা বাঘ?
প্রথমেই জানাবো রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যানের কথা। এই জঙ্গলে রয়েছে ১০ টি জোন। কলকাতা থেকে অনলাইনে এই জঙ্গলের সাফারি বুকও করে রাখা যায়। সাফারির সময় খোলা রাস্তায় বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা এখানে থাকে অনেজটাই বেশি।
এর পরেই জানাবো মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানের কথা। সাতপুরা পাহাড়ের কোলে এই জঙ্গল অবস্থিত। এই বনাঞ্চলের আয়তন প্রায় ১১৩১ বর্গ কিলোমিটার। এখানে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এর পরেই আসবো উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের কথায়। এই জাতীয় উদ্যানে ঢোকার ৫ টি আলাদা প্রবেশ পথ রয়েছে। এখানে রয়েছে বাঘের সঙ্গে ছবি তোলার ব্যবস্থাও। তবে এখানে যাওয়ার ক্ষেত্রে আগে থেকে সাফারি বুকিং করে যাওয়াটাই শ্রেয়।
Leave a Reply