ইউ এন লাইভ নিউজ: পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে আবারও একটি নিম্নচাপ। শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। শনিবারেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে। কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তি কাটতে চাইছে না কিছুতেই।
পুজোর মুখে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তারই জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। শনিবারেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে স্বাভাবিবেকর নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। তবে আবহাবিদরা মনে করছেন, ৬ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির পিরামণ কিছুটা কমতে পারে। তবে রবিবারও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পুজোর মুখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি হতে পারে। পুজোর মধ্যে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, শনিবার সকাল থেকে কলকাতা শহরের আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়ছে, শনিবার তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ৬ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমতে পারে।
Leave a Reply