ইউ এন লাইভ নিউজ: বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু কাটছে না। বঙ্গোপসাগরে উঁকি দিচ্ছে ঘূর্ণিঝড়। তার আগমন বার্তাই এই বর্ষণ। আগামী সাতদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে টানা বর্ষণ। সপ্তাহান্তে বর্ষণের দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিমবঙ্গোপসাগরে সেটি রূপ নিতে শুরু করেছে। আগামী ২২ মে অর্থাৎ আগামীকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পড়তে শুরু করে দিয়েছে।
সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকালের মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। তাতে বর্ষণের দাপট আরও বাড়বে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। ঝড়-বৃষ্টির দাপট সপ্তাহান্তে বাড়লেও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বঙ্গের উপকূলে হবে না বলেই মনে করছে মৌসম ভবন। আবহাওয়াবিদদের মতে এখনও ঘূর্ণাবর্তের যে গতি প্রকৃতি বোঝা যাচ্ছে তাতে বাংলাদেশের রবিশাল জেলাতে এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনাই বেশি। সেকারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সাময়িক বৃষ্টির দাপট বাড়লেও ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না।
তবে সাবধান থাকার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। সেকারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। উপকূলে এই সময় যাতে পর্যটকরা না যান সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
Leave a Reply