হনুমান জয়ন্তীর আগেই কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানোর পর হনুমান জয়ন্তীর আগে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের খেজুরির পরিষেবা পিরদান অনুষ্ঠান থেকে হিংসা ছড়ানোর বার্তা দিয়ে রাখলেন মমতা।

চলতি মাসের ৬ তারিখ হনুমান জয়ন্তী। তার আগেই সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রশাসন ও আমাদের ছেলে মেয়েদের বলছি ৬ তারিখ সতর্ক থাকবেন। আমরা বজরংবলীকে সবাই সম্মান করি। কিন্তু তা নিয়ে কোনও হিংসা যেন না হয়।” যে কোনও ধরনের অশান্তি আটকাতে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন।

রামনবমীর মিছিলকে কেন্দ্র হাওড়া, ডালখোলা ও রিষড়ায় যে অশান্তি ছড়িয়েছে সেই অশান্তির পিছনে বিজেপির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির আমলে দেখছি পরিস্থিতি উত্তপ্ত করে তোলা হচ্ছে। রমজান মাসের রোজা চলছে। সেখানে কেন পাঁচ দিন ধরে রামনবমীর মিছিল হবে? রামনবমীর দিন মিছিল করলে কোনও আপত্তি নেই। কিন্তু বন্দুক নিয়ে মিছিল কেন করা হচ্ছে। অনুমতি না দেওয়া সত্ত্বেও ইচ্ছা করে সংখ্যালঘু এলাকায় ঢুকে যাচ্ছে।”