নিউজ ডেস্ক : দুর্গাপুজোর জন্য সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে বাঙালি। সারাবছর কাজের যাঁতাকলে পিষে যাওয়া বাঙালি, বছরের এই ৪ টি দিনে খুঁজে নেয় বাঁচার রসদ। তার উপর দুর্গাপুজোকে ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মানের পর বাঙালির আবেগ বহু গুন বেড়ে গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই আবেগের জন্য অনুদান দেওয়া হয়েছে প্রায় ২৫৮ কোটি টাকা। এই মূল্য এবার ছাপিয়ে গেছে রাজ্যের বিভিন্ন দফতরের জন্য বরাদ্দ বাজেটের অঙ্ককেও।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষের জন্য উপভোক্তা বিষয়ক খাতে আর্থিক ব্যয়-বরাদ্দ প্রস্তাবিত রয়েছে ১১৬ কোটি ৪৩ লক্ষ টাকা, পরিবেশ বিভাগের জন্য ৯৯ কোটি টাকা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের জন্য ২২৮ কোটি ১৯ লক্ষ টাকা। এছাড়াও তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগের জন্য বরাদ্দ ২৪১ কোটি ৭ লক্ষ টাকা, অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগের জন্য ৭৫ কোটি ৫০ লক্ষ টাকা, সরকারি উদ্যোগ ও শিল্পপুনর্গঠন বিভাগের জন্য ৭২ কোটি ৪৮ লাখ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য ৭২ কোটি ২০ লক্ষ টাকা।
গত কয়েক বছর ধরেই রাজ্যের পুজো গুলোতে যাতে কোনো খামতি না থাকে, তার জন্য কমিটিগুলোকে উদারহস্তে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে ইউনেস্কোর শিরোপা জয়ের পর পুজোকে আরও আকর্ষণীয় করতে একলাফে ১০ হাজার টাকা অনুদান বৃদ্ধি পেয়েছে। ৪৩ হাজার পুজো কমিটিকে দেওয়া হয়েছে ৬০ হাজার টাকা করে। এরপরই একাধিক ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। পরিসংখ্যান পেশ করে জানানো হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বাজেটের পরিমাণও পুজোর অনুদানের থেকে কম।
Leave a Reply