DA hike in Bengal: লোকসভার আগে চমক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের! আরও ৪ শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে চলতি বছর রাজ্যে মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি পেল। আগামী অর্থবর্ষ থেকেই নয়া হারে মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে ফারাকও কমে দাঁড়াল ৩২ শতাংশ।

এক আর্থিক বছরে এই নিয়ে পরপর তিন বার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা। বড়দিনের আগে পার্ক স্ট্রিটের একটি অনুষ্ঠান থেকে ওই ঘোষণা করেছিলেন তিনি। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হল ১৪ শতাংশ।

বৃহস্পতিবার রাজ্য বাজেট ২০২৪ পেশ করেন রাজ্যের অর্থ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট নিয়ে জল্পনা ছিল যথেষ্ট। রাজ্য বাজেটের আগে অবশ্য সরকারের তরফে একটি ‘রাজস্ব সেল’ তৈরি করা হয়েছে। রাজ্যের অর্থ দফতরের অধীনে নতুন এই সেল তৈরি করা হয়। রাজ্যের নানান উৎস থেকে রাজস্ব আদায় এবং রাজস্ব হিসেব নিকেশের জন্য এই সেল গঠন করা হয়েছে।

তবে এই ঘোষণাতেও খুশি নন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। তাঁরা বলছেন, অন্যান্য রাজ্য যে হারে ডিএ দিতে পারছে, এ রাজ্য কেন পারবে না। আন্দোলনকারীদের দাবি, ‘আজ কেন সরকারি কর্মীদের রাস্তায় বসতে হল? ৩২ শতাংশ ডিএ যেটা বকেয়া থাকছে সেটা কেন দিতে পারছে না সরকার? কেন ৪ শতাংশ দেবে? কোথায় গেল টাকা?’