ইউ এন লাইভ নিউজ: আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের পর মানসিকভাবে ভালো জায়গায় থেকে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্টের কাছে হারায় মনোবল তলানিতে ঠেকেছে পাকিস্তানের। টি-২০ বিশ্বকাপে আরও একবার টুর্নামেন্টের ফেভারিট হিসেবে নামবে ভারত। তবে বাবরদের মোটেই হেলায় নিচ্ছে না টিম ইন্ডিয়া। পুরানো পরিসংখ্যানের কথা মনে করিয়ে রোহিত জানিয়ে দিলেন, ”পাকিস্তান যেকোনও সময়ে রুদ্রমূর্তি ধারণ করতে পারে। আগের বিশ্বকাপে জিম্বাবয়ের কাছে হেরে যাওয়া সত্ত্বেও ফাইনালে গিয়েছিল পাকিস্তান। এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। নির্দিষ্ট দিনের ওপরই সবকিছু নির্ভর করে। নিশ্চয়ই ওরা আমেরিকার বিরুদ্ধে হারের কারণ খতিয়ে দেখবে। তবে আমরা চাপে নেই। সাত মাস আগে ওদের বিরুদ্ধে বিশ্বকাপ এবং এশিয়া কাপে খেলে জিতেছি।”
বিশ্বকাপের প্রথম ম্যাচে একতরফা জয় নিয়ে রোহিত বলেন, ”আমরা আত্মবিশ্বাসী। যেকোনও খেলায় শরীরীভাষা বড় ভূমিকা নেয়। কোনও আত্মতুষ্টির জায়গা নেই। নির্দিষ্ট দিনে যেকোনও দল জিততে পারে। হালকাভাবে নেওয়ায় জায়গা নেই। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। দিনটা ভাল না গেলেও কয়েকটা দুর্দান্ত ক্যাচ ম্যাচের রং পুরোপুরি বদলে দিতে পারে।’
শনিবার ভারতীয় সময়ানুযায়ী রাত নটায় নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভালো খেলেন বিরাট কোহলি। এই প্রসঙ্গে রোহিত বলেন, ”ম্যাচ জেতার জন্য আমি একজনের ওপর নির্ভর করতে চাই না। আমাদের সবাইকে নিজের ভূমিকা পালন করতে হবে। বিরাট বাংলাদেশ ম্যাচে খেলেনি। প্রথম ম্যাচেও ভাল খেলতে পারেনি। তবে আমরা সবাই জানি, ওঁর অভিজ্ঞতা প্রচুর এবং আমরা জানি ও কোন স্তরের খেলোয়াড়।”
Leave a Reply