Weather Forecast

Weather Forecast: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি, তবে কী এবার শীত পড়বে জাঁকিয়ে? কী বলছে আবহাওয়া দফতর

ইউ এন লাইভ নিউজ: অবাধ উত্তরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পুরুলিয়া ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমানে ১৫-র ঘরে নেমেছে পারদ। রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সপ্তাহভর গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। অনুকূল পরিস্থিতি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে আরও কিছুটা নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট থাকবে। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার বেশ নেমেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা।

পশ্চিমের জেলা ছাড়াও সকাল ও রাতের দিকে কম-বেশি কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আপাতত গোটা রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। চলতি সপ্তাহে এমনই থাকবে আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গোটা রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া এখন সাত দিন চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী সাতদিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।