ইউ এন লাইভ নিউজ: মঙ্গলবার ও বুধবার বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছিল কলকাতার বিভিন্ন এলাকা। চলতি সপ্তাহে কলকাতাসহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি এমনটাই জানালো আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকবে। তাছাড়াও বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা করছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে। শনি ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। অফিস জানিয়েছে, আজ থেকে ২৭ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির চলবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রির কাছে।
Leave a Reply