নিউজ ডেস্ক : মঙ্গলবার রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলেছে কলকাতার আকাশে। আজ শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মঙ্গলবার থেকেই রাজ্যেজুড়ে পারদ পতনের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে আরও নামতে পারে পারদ। শনিবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামতে শুরু করেছিল পারদ। আগামী কয়েকদিন এমনই থাকবে পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা।
এদিকে জম্মু-কাশ্মীর,সিকিম,লাদাখের দিকে ১.৬ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানান হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। ফলে শীত বাড়বে পাহাড়ের জেলাগুলিতে। পাশাপাশি সিকিমে হালকা তুষারপাতেরও সম্ভাবনা আছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘণ্টায় ১০ -১৫ কিমি গতিতে এগোচ্ছিল। যা এখন গতি বাড়িয়ে ঘণ্টায় ২৫ কিমি হয়ে গেছে ৷ আপাতত এটি চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে আছে ৷ নিম্নচাপটি আজ রাতেই গতি বাড়াতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর গতি কম হয় যাবে বলে মনে করা হচ্ছে। এর জেরে হালকা বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। তামিলনাড়ু সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের সুমুদ্রে যেতে মানা করা হয়েছে।
আরও পড়ুন : কার্ডিয়াক অ্যারেস্ট-এ মারা গেলেন ‘রসনা’-এর প্রতিষ্ঠাতা
Leave a Reply