নিউজ ডেস্ক : রাজ্যে হুহু করে ঢুকতে শুরু করেছে জম্মু ও কাশ্মীরের উত্তর-পশ্চিমের বায়ু। উত্তরপ্রদেশ-বিহার হয়ে পশ্চিমবঙ্গে উত্তরে হাওয়া ঢুকতেই পারদ পতন হয়েছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি। এরই মধ্যে ফের নিম্নচাপের পূর্বাভাস জারি হাওয়া অফিসের।
বঙ্গোপসাগরে আগামী ১৬ নভেম্বর, বুধবার নিম্নচাপ হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। রবিবার কেরল-সহ বিভিন্ন এলাকায় হতে পারে প্রবল বৃষ্টি। মৎস্যজীবীদের ১৪ নভেম্বর অর্থাৎ সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ২০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতার তাপমাত্রা। টানা ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। তাপমাত্রা কমতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও।
আরও পড়ুন : ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড : গ্র্যাজুয়েশন পাশে চাকরির সুযোগ
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ১৩ নভেম্বর অর্থাৎ রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী তিন দিনে বিভিন্ন জায়গায় তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : Beleghata Fire: বেলেঘাটার লোহাপট্টিতে ভয়াবহ আগুন, লোহা ছাঁটের কারখানা পুড়ে ছাই, আহত ২
Leave a Reply