সমুদ্র কি গ্রাস করে নেবে পৃথিবীকে, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে জলবায়ু। বাড়ছে উষ্ণতা। গলছে বরফ। স্থলভাগের উচ্চতা ক্রমেই কমছে। এতোদূর প্রায় সকলেরই জানা। কিন্তু জানেন কি, বরফ গলার সেই সময়সীমা কমে আসছে। অ্যান্টার্কটিকার ‘ডুমসডে গ্লেসিয়ার’ দ্রুত গলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আশঙ্কা সত্যি হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে পরিবেশে বড়সড় পরিবর্তন ঘটবে। জলের তলায় চলে বিলীন হতে পারে পৃথিবী।

উত্তর অ্যান্টার্কটিকার থোয়াইটস গ্লেসিয়ার, যা ডুমসডে গ্লেসিয়ার নামেও পরিচিত। এই হিমবাহকে ঘিরে প্রায় সবসময়ই হচ্ছে একাধিক পরীক্ষা নিরীক্ষা। সম্প্রতি এমনই এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।ভবিষ্যতে হিমবাহের অবস্থা কেমন হবে তা জানতে হিমবাহের ম্যাপিং করেন বিজ্ঞানীরা। এরপরই সেই গবেষণার রিপোর্ট প্রকাশ হয় নেচার জিওসায়েন্সে। এই গবেষণায় বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আঙুলের ডগায় রয়েছে হিমবাহটি। অনুমান করা হচ্ছে, যেকোনো সময় এটি গলে যেতে পারে। আশঙ্কা সত্যি হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩-১০ ফুট বাড়বে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে আনবে।

আরও পড়ুন: পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, রাজ্যে বাড়ছে মৃত্যুর সংখ্যা

নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, প্রতি বছর হিমবাহের প্রায় ২.১ কিলোমিটার এলাকা গলে যাচ্ছে। প্রতি বছর থোয়াইটস গ্লেসিয়ারের প্রায় ৫০ বিলিয়ন টন বরফ গলে জল হচ্ছে। গত এক দশকে বিজ্ঞানীরা যে হার দেখেছেন তা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আগামী বছর থেকেই এর প্রভাব দেখা যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। হিমবাহ দ্রুত গলে যাওয়ায় সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে উপকূলীয় এলাকার সঙ্গে যুক্ত দেশগুলো।

আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার শীর্ষ নেতৃত্বের, জাতীয় সভাপতি নির্বাচনের নিয়ম পরিবর্তন কংগ্রেসের


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *