নিউজ ডেস্ক: জেল থেকে জেলা হাসপাতাল। সিবিআইয়ের ঘূর্ণিপাকে লাট্টুর মত ঘুরছে ডাকসাইটে কেষ্ট। অনুব্রত মণ্ডলকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল আসানসোল জেলা হাসপাতালে। অনুব্রতর মেডিক্যাল পরীক্ষা উপলক্ষে হাসপাতালে কড়া নিরাপত্তা ব্যবস্থা আয়োজনও করা হয়েছে। অন্যদিকে গরুপাচার মামলায় এবার এন্ট্রি নিতে চায় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ED)। অনুব্রতর দেহরক্ষীকে হেফাজতে নিতে আবেদনও জানিয়েছে ইডি। দিল্লি নিয়ে গিয়ে জেরার পরিকল্পনা রয়েছে এমনটাই ইডি সূত্রের খবর।
আজকাল রাজ্যে কোনো হেভিওয়েট বন্দির ঠিকানা হয় আলিপুর জেল নয়ত প্রেসিডেন্সি জেল৷ তবে এই প্রচলিত নিয়ম ভেঙে বুধবার কলকাতার বদলে, ১৪ দিনের সিবিআই হেফাজত শেষে অনুব্রত মণ্ডলের ঠিকানা হয়েছে আসানসোল সংশোধনাগার৷ বুধবার আসানসোলের সিবিআই আদালতে তাঁকে পেশ করার পর, শুনানি শেষে গাড়ি করে জেল হেফাজতের উদ্দেশ্যে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।
পাশাপাশি, আদালত ৪৮ ঘন্টা পর-পর তাঁর শারীরিক পরীক্ষা এবং করোনা পরীক্ষার নির্দেশ দেয় ।
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। সেখানে তাঁর নাক-কান-গলা-হাড় বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসক রয়েছেন তাঁকে পরীক্ষার জন্য। একটি কেবিনের ব্যবস্থাও করা হয়েছে। অক্সিজেন কনসেন্ট্রেটর সহ একাধিক ব্যবস্থা রয়েছে। অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট দেবেন চিকিৎসকরা, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস-সহ অন্যান্য কর্মীরাও হাসপাতালে উপস্থিত রয়েছেন।
অন্যদিকে, এক ঘণ্টা পার হয়ে গেলেও টিকিট কাউন্টার বন্ধ। বাইরে হাসপাতাল চত্বরে রোগী বসে আছেন, অথচ জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমন অভিযোগ উঠল আসানসোল হাসপাতালের বিরুদ্ধে । জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পরই কার্যত বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। লাঠিচার্জ করে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুন: হরিয়ানার ফরিদাবাদে এশিয়ার বৃহত্তম হাসপাতাল, উদ্বোধন করলেন মোদি
গতকাল পৌনে পাঁচটা নাগাদ জেলে নিয়ে আসার পর প্রথমে অনুব্রত মণ্ডলের করোনার পরীক্ষা করা হয়৷ র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাঁর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জেল সূত্রে খবর।
Leave a Reply