CBI: তৃণমূলের ‘খেলা হবে দিবস’-এ কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা ‘আত্মবিশ্বাসী’ অননুব্রতর

নিউজ ডেস্ক: মঙ্গলবার গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের আবারও স্বাস্থ্যপরীক্ষা হল কমান্ড হাসপাতালে। আদালতের নির্দেশ অনুসারেই ৪৮ ঘন্টা অন্তর স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতির। ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসা হয়েছে আলিপুর কমান্ড হাসপাতালে। হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে যাওয়া-আসার পথে সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্ন স্বভাবতই এড়িয়ে যান তিনি। মেডিক্যাল টেস্টার পর নিজাম প্যালেসে ফিরিয়ে এনে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করবে সিবিআই।মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডলের জেরায় আরও বেশি অসহযোগিতা, দাবি সিবিআইয়ের।

এদিকে ১৫ অগাস্ট, অনুব্রতের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘উনি জানতে পেরেছেন, দলনেত্রী ওঁকে সমর্থন করেছেন। তাতে ওঁর আত্মবিশ্বাস বেড়েছে। উনি বলেছেন, আমি জানতাম দিদি আমার পাশে এসে দাঁড়াবেন। আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে কোনও ভাবে এই ঘটনার যোগ নেই।’’ রবিবার বেহালায় এক অনুষ্ঠানে গিয়ে অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সিবিআই হেফাজতে হটাৎ করে অসহযোগিতার অভিযোগ উঠছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। জেরাতে সিবিআইকে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, সায়গলকে এনামুল হকের সঙ্গে যোগাযোগ রাখার কোনও নির্দেশ তিনি দেননি। পাশাপাশি, সায়গলের সম্পত্তি বৃদ্ধি নিয়েও কিছুই জানতেন না তিনি। সায়গল তাঁর দেহরক্ষী ছিলেন। তার বাইরে তাঁকে অতিরিক্ত কোনও ক্ষমতা কখনোই দেওয়া হয়নি।

আবার, সিবিআইয়ের চার্জশিট বলছে, গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের সরাসরি যোগ রয়েছে। চার্জশিটে পরিষ্কার লেখা আছে, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন গরুপাচারে সহযোগিতা করতেন। অনুব্রতর নাম করেই ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়া হাত। এভাবেই ২০১৫ থেকে ২০২২, এই ৭ বছরে বীরভূম, মুর্শিদাবাদ এবং কলকাতায় একাধিক সম্পত্তির মালিক সায়গল হোসেন।

এই সব কিছুর মধ্যে, আজ রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। ১৪ অগাস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে আজ জেলায় জেলায় সভা, মিছিল, কোথাও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ এবং IFA অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় খেলাধুলোর মাধ্যমে আজ খেলা হবে দিবস পালন করা হবে।