DA Case

WB DA Case: শীর্ষ আদালতে ফের পিছল ডিএ মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে? জেনে নিন

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: রাজ্যবাসীর বাড়ল চিন্তা। আরও একবার পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছল আগামী বছরে। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ডিএ মামলার পরবর্তী শুনানি। এই নিয়ে মোট দশবার পিছল ডিএ মামলার শুনানি। স্বাভাবিকভাবেই হতাশ রাজ্য সরকারি কর্মীরা।

কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে। কিন্তু, বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে। এদিন ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় সরব হলেন রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী পিএস পাটওয়ালিয়া। দ্রুত এই মামলার নিষ্পত্তির দাবি জানিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ডিএ পাচ্ছেন না। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিষয়টির মীমাংসা হয়েছে। এখন প্রশ্ন কীভাবে এই বকেয়া টাকা মেটানো হবে? প্রত্যেক মাসে হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।”

এছাড়াও, শুনানির তারিখ পিছিয়ে গেলেও আশার আলো দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, “এতদিন পর্যন্ত মামলাটি মিসলেনিসাস ম্যাটার ছিল। কিন্তু, এবার তা হিয়ারিং স্টেজে চলে গিয়েছে। অর্থাৎ তা আমাদের জন্য অনেকটাই আশার কথা।” পরিষদের আইনজীবী পিএস পাটওয়ালিয়া সওয়ালে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই সুখবর দিয়েছে কেন্দ্র। এখন রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ-র তফাত বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশ। এরপরেই আরও জোর কদমে আন্দোলন করছে সরকারি কর্মীরা।