নিউজ ডেস্ক : বড়সড় সাফল্য এসটিএফের । এবার জঙ্গি সন্দেহে হাওড়া থেকে দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদ। সূত্রের খবর,তাদের মধ্যে একজন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন। ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ ,২ টি মোবাইল ফোন, ডেবিট কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জানা গিয়েছে,বিদ্যাসাগর সেতুর কাছ থেকে গ্রেফতার করা হয় দু’জনকে। খিদিরপুরে গোপন বৈঠক করার কথা ছিল ওই দু-জনের।গোপন সূত্রে খবর পেয়ে বাইকে যাওয়ার সময় গ্রেফতার করে এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপে জেহাদি কনটেন্টও পাওয়া গিয়েছে বলে দাবি এসটিএফের।
সূত্রের খবর, হাওড়ার ৫৫ নম্বর আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা সাদ্দাম এবং শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা সৈয়দ আহমেদ। তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সাদ্দাম ও গোলাম। তবে পুরো বিষয়টিই এখন তদন্ত সাপেক্ষ।
Leave a Reply