নিউজ ডেস্ক: আবার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ কলকাতা। সোমবার সকালে ট্যাংরার ঘনবসতিপূর্ণ এলাকায় এক কারখানায় লাগে আগুন। প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকার কারণে দ্রুত আগুন ছড়াতে থাকে। ঘটনাস্থলে ১০টি দমকল ইঞ্জিন পৌঁছেছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, এদিন সকালে হঠাৎই ট্যাংরার ওই প্লাস্টিক কারখানা ও তার পাশের গোডাউনে আগুন লাগে। ওই গুদামে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত এই আগুন ছড়াতে থাকে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু অবস্থার অবনতি হলে এবং আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকলে।
ট্যাংরার প্লাস্টিক কারখানা ভয়াবহ আগুন
বেলা ১২টা পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ১০ টি দমকলের ইঞ্জিন ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে আগুন নেভানোর। কী করে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, তারা এখনই কারণ খোঁজার চেষ্টা করছে না। শুধুমাত্র দমকল কর্মীরা নয়, তাঁদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদেরও আগুন নেভানোর কাজ করতে দেখা যায়। আপাতত এই ভয়াবহ আগুন নেভনোই তাঁদের প্রথম লক্ষ্য। তবে আগুন নিয়ন্ত্রণে এলে এ ব্যাপারে তদন্ত শুরু হতে পারে, এমনটাই দমকল সূত্রের খবর।
Leave a Reply