সোমনাথ আদক: নবম থেকে দ্বাদশ শ্রেণিতে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এদিন তাঁদের আন্দোলনের ৬০০ দিন পূর্ণ হল। সেই উপলক্ষ্যে এদিন গান্ধীমূর্তির পাদদেশে যুব ছাত্র অধিকার মঞ্চ একটি গণ কনভেনশন-এর আয়োজন করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়াণ বাম নেতা মহম্মদ সেলিম, কংগ্রেসের আশুতোষ মুখোপাধ্যায়, জনতাদলের রাজ্য সম্পাদক অশোক দাস, বিজেপির যুবমোর্চার সভাপতি, মীরাতুন নাহার, কুণাল গাঙ্গোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন এদিন আসতে না পারলেও। আন্দোলনে পাসে আছেন বলে বার্তা দিয়েছেন।
যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কোর্ডিনেটর সুদীপ মণ্ডল ইউএনলাইভ-কে জানান, আজ আমাদের আন্দোলন ৬০০ দিনে পড়ল। সেই উপলক্ষে আমরা একটি গণ কনভেনশনের আয়োজন করেছি। আমাদের আন্দোলনকে যাঁরা সমর্থন করেছিলেন এই রাজ্যের এবং অন্যান্য রাজ্যের তাঁদের প্রতিনিধিরা আছেন। এছাড়াও চাকরিপ্রার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আছেন। এর পাশাপাশি শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা রয়েছেন। আজ আমরা সমবেত ভাবে গণ কনভেনশন করছি। আগামী দিনে আমরা সকলে মিলে মহাজোট আন্দোলনের বার্তা দিচ্ছি।
আরও পড়ুন: এভারগ্রিন ‘সুব্রত মুখোপাধ্যায়’-এর মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধাঞ্জলি মমতার
আন্দোলনের ৬০০ দিন উপলক্ষ্যে জনতা দলের রাজ্য সম্পাদক আশোক দাস বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বা বিচার ব্যবস্থার মাধ্যমে সেটেলমেন্ট করে দ্রুত সমস্যার সমাধান করুক রাজ্য সরকার। ৬০০ দিন ধরে বাঙালিজাতির মেরুদন্ড রাস্তায় বসে আছে। শিক্ষা একটা জাতির মেরুদন্ড। আর সেই শিক্ষা ব্যবস্থা অব্যস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার সমস্ত লোক জেলের মধ্যে থাকলে শিক্ষা ব্যবস্থা এগোবে কী করে?
Leave a Reply