ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বালুরঘাটে মেডিক্যাল কলেজের দাবিতে সরব হলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরে কোনও মেডিক্যাল কলেজ নেই। জেলায় একটা মেডিক্যাল কলেজ হোক, জেলার মানুষের দীর্ঘদিনের দাবি।জেলার প্রায় ১৯ লক্ষ মানুষের চিকিত্সার একমাত্র ভরসা এখানে বালুরঘাট জেলা হাসপাতাল। কিন্তু সে হাসপাতালেও চিকিত্সকের সংখ্যা কম। তাই মানুষের স্বার্থে জেলায় একটি মেডিক্যাল কলেজ হোক, দাবি তুললেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ দলীয় কর্মীর সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বালুরঘাট জেলা হাসপাতাল চিকিত্সকের অভাবে ধুঁকছে। চিকিত্সকের সংখ্যাও কম। এর প্রভাব পড়ছে চিকিত্সা পরিষেবায়।
সুকান্ত মজুমদার বলেন, এখানে মেডিক্যাল কলেজ হলে স্বাভাবিকভাবেই চিকিত্সকের সংখ্যা বাড়বে এবং পরিষেবা ভাল হবে। মেডিক্যাল কলেজ তৈরিতে রাজ্য সরকারকে সবরকমভাবে সাহায্যের আশ্বাসও দেন তিনি। এছাড়াও মেডিক্যাল কলেজ তৈরির জন্য কেন্দ্র সরকারের বরাদ্দ টাকা দ্রুততার সঙ্গেই পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করবেন বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন।
Leave a Reply