নিউজ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শীত এসে পড়েছে। আবহাওয়ার আবডেড-এ বলা হয়েছিল, ডিসেম্বরের শুরুতে ঠান্ডা পড়তে পারে, তবে তার আগেই ‘সারপ্রাইজ ভিজিট’ দিল ‘শীত’। নভেম্বরের শেষ সপ্তাহতেই পারদ নামল নিচে। বৃহস্পতিবার চলতি বছরে কলকাতার সবচেয়ে শীতলতম দিন। সূত্রের খবর, এরমধ্যেই তাপমাত্রা আরও নামতে পারে।
সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। দিনভর শীতের আমেজ থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া শহর জুড়ে। এর আগের বছর ২০২১ সালে ২৯ নভেম্বর তাপমাত্রা নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে ২৪শে নভেম্বর কলকাতায় ১৬.০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে ছিল, যা স্বাভাবিকের চেয়ে বেশ নীচে। এমনটা নভেম্বর মাসে সচরাচর দেখা যায় না।
আরও পড়ুন : হাওড়া ব্রিজের মাথায় কেন বারবার উঠে পড়েন মানসিক ভারসাম্যহীনরা ? কী বলছেন মনোবিদরা?
উত্তরবঙ্গে ২৪ নভেম্বর সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও তাপমাত্রাও কমতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ফের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের প্রভাব বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে।
আরও পড়ুন : অহম সাম্রাজ্যের বীরযোদ্ধা লাচেতকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, কে ছিলেন লাচেত বরফুকেন?
Leave a Reply