নিউজ ডেস্ক: বিয়ে ! শব্দটির সাথে খুবই পরিচিত আমরা । ছোটবেলা থেকে, বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের তাৎপর্য বুঝতে শুরু করি আমরা । তবে সবাই কি জানে এর মানে ? অনেক বড় বড় ব্যক্তিও হয়তো এর সঠিক উত্তর দিতে পারবেন না । এই বিষয়ে এক স্কুল পড়ুয়া, তাঁর দৃষ্টিকোণ তুলে ধরল পরীক্ষার খাতায়। আর উত্তর ভাইরাল হল নেট পাড়ায় ।
কী এই ঘটনা:
পরীক্ষায় ১০ নম্বরের প্রশ্ন এসেছিল – ‘বিয়ের অর্থ কী?’। নিজের সঞ্চয় করা অভিজ্ঞতা থেকেই প্রশ্নের উত্তর দেয় পড়ুয়া। কিন্তু অভিজ্ঞতা কাজে লাগে না তেমন। খাতায় নম্বর এল একটি রাজভোগের মত শূন্য!
কী লেখে পড়ুয়া ?
সে লেখে, ‘বিয়ে তখন হয়, যখন মেয়ের বাবা-মা তাকে বলে, ”তুমি এখন বড় হয়েছ। আমরা তোমাকে আর খাওয়াতে পারব না, তার থেকে ভাল এমন একজনকে খুঁজে বেড় করো যে তোমাকে খাওয়ানো শুরু করবে।” এবং মেয়েটি এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করে যার বাবা-মা, তাকেও বিয়ের জন্য জোর করে । তাঁরা বলেন, ”প্লিজ তুমি এখন অনেক বড়।” তারপর দু’জনেই নিজেদের মূল্যায়ন করে খুশি হন। এবং তারপরই একসঙ্গে থাকতে রাজি । এরপর সন্তান জন্ম দেওয়ার জন্য বাজে কাজ করা শুরু করেন।’
অন্যদিকে, উত্তরপত্র লক্ষ্য করলে দেখা যায়, খাতায় লাল কালি দিয়ে শিক্ষক লিখেছেন, ‘ননসেন্স’। তার পাশেই বসানো, দশের মধ্যে শূন্য । ঠিক তার নীচে লেখা, ‘আমার সঙ্গে দেখা কর’। তবে তার উত্তরের মান শিক্ষকের চোখে শূন্য হলেও , অনেক মানুষেরই মন জয় করে নিয়েছে । ট্যুইটারে এই ছবি ইতিমধ্যেই ভাইরাল।
প্রশ্ন হল পড়ুয়া কেন পেল ‘শূন্য’ ?
উত্তর সে লিখল, কিন্তু তার উত্তর সমাজের উত্তরের সাথে মিল খেলনা একটুও । তার এই ছোট্ট বুদ্ধিতেও বিয়েকে এক অন্য দৃষ্টিভঙ্গিতে দেখাই তৈরি করল, বিয়ে নিয়ে এক নতুন সংজ্ঞা। অনেকের মতেই এই উত্তর বিয়ে নিয়ে, ‘একদমই সঠিক মূল্যায়ন’। আবার কেউ বললেন, ‘শিশুর উত্তরে আমি খুব আনন্দ পেয়েছি।’ কেউ ছবি শেয়ার করে লিখেছেন, ‘সারল্য এবং সততা!’ এককথায় পড়ুয়ার প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।
আরও পড়ুন : জুপিটারে জলের খোঁজ, কী বলছে নাসা ?
তবে অনেকের মতে , এমন ঘটনাও দেখা গেছে যেখানে কিছু শিক্ষক-শিক্ষিকা নিজেদের প্রোফাইল কে লোকেদের কাছে ‘হাইলাইট’ করার জন্য ছাত্রছাত্রীদের নামে এই ধরণের কাজ করে থাকেন। তবে এই ঘটনাটি কতটা সত্যি তা নিয়ে সন্দেহ রয়েছে বেশকিছু মানুষের।
আরও পড়ুন : নভেম্বরেই ভোট হিমাচলে, ফল ঘোষণা ৮ ডিসেম্বর
Leave a Reply